আম আদমি পার্টির এক জনসভা থেকে অরবিন্দ কেজরিওয়াল অভিযোগ করেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে জেলে পাঠাতে চায় বিজেপি। দিল্লির মুখ্যমন্ত্রীর দাবি, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে জিততে বিজেপি যা ইচ্ছে তাই করতে পারে। কেজরিওয়াল নিজেও দুর্নীতির মামলায় চাপে আছেন।
কেজরিওয়াল বলেন, ‘প্রধানমন্ত্রী নতুন একটি স্কিম চালু করেছেন। যত আঞ্চলিক দলের নেতা আছে, তাঁদের ধরে জেলে ভরে দিতে চাইছেন তিনি। আঞ্চলিক দলের নেতারা যদি জেলে যান, তাহলে সেই দলগুলির হয়ে প্রচার করার কেউ থাকবে না। আর সেখানে বিজেপি একছত্র ভাবে জয়লাভ করবে নির্বাচনে। ওরা আমাকে তো জেলে পাঠানোর পরিকল্পনা করেই ফেলেছে। বাকিদের নিয়েও এই পরিকল্পনা বিজেপির।’
আম আদমি পার্টির প্রধানের বক্তব্য, ‘ওরা ভেবেছে, কেজরিওয়ালকে জেলে পাঠিয়ে দিই, তাহলে আম আদমি পার্টি কীভাবে নির্বাচনে লড়বে। কেজরিওয়াল তো প্রচার করতে পারবেন না। মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়েও বিজেপির এই একই পরিকল্পনা। ওরা ভাবছে তাহলে পশ্চিমবঙ্গে বিজেপি জিতে যাবে। তেজস্বী যাদবকেও জেলে পাঠানোর পরিকল্পনা করা হয়েছে যাতে বিহারে তারা জিতে যায়। হেমন্ত সোরেনকেও জেলে পাঠাতে চায় বিজেপি যাতে ঝাড়খণ্ডে তারা জেতে।