মোদী-জমানায় দেশজুড়ে বারবার ফুটে উঠেছে উগ্র হিন্দুত্ববাদ ও গৈরিকীকরণ। বারবার এ নিয়ে উঠেছে বিতর্কের ঝড়। সরব হয়েছে বাংলার শাসকদল তৃণমূল-সহ অন্যান্য বিরোধীরা। এবার ভারতীয় ক্রিকেট দলের অনুশীলনে যে জার্সি পরা হচ্ছে, তার রং গেরুয়া হওয়ায় আপত্তি তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার পোস্তায় জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে গিয়ে এনিয়ে বিজেপিকে নিশানা করলেন তিনি। স্পষ্ট বললেন, “এখন তো সব গেরুয়া হয়ে যাচ্ছে। ভারতীয় ক্রিকেট দলের জন্য আমরা গর্বিত। আমরা বিশ্বাস করি, ওরা বিশ্ব চ্য়াম্পিয়ন হবে। কিন্তু অনুশীলন ম্যাচে তাঁরা যে জার্সি পরছে, তার রং গেরুয়া। কেন? ওই রং চাপিয়ে দেওয়া হয়েছে। এসব মেনে নেওয়া যায় না। স্টেডিয়ামের নাম বদলে ফেলা হয়েছে। দেশের মণীষীদের নামে নাম দিন। কোনও আপত্তি নেই। কিন্তু ক্রমশ গৈরিকীকরণের পথে হাঁটা হচ্ছে।”
প্রসঙ্গত উল্লেখ্য, এর আগেও ভবানীপুরের বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আহমেদাবাদের মোতেরা স্টেডিয়ামের নাম বদলে নরেন্দ্র মোদি স্টেডিয়াম করে দেওয়া নিয়েও বিজেপিকে তোপ দেগেছিলেন। বলেছিলেন, “আমি জীবনে কারও দয়া চাই না। তাই নিজের নামে স্টেডিয়াম বানাই না। আমার পাবলিসিটির প্রয়োজন নেই। আমি নিজের নামে ট্রেন লাইনও করি না, প্রয়োজন নেই।” এবার রোহিত-বিরাটদের প্র্যাকটিস জার্সি গেরুয়া হওয়ায় ফের নিশানা করলেন কেন্দ্রকে। এদিনও মুখ্যমন্ত্রী ১০০ দিনের কাজের বকেয়া নিয়ে সরব হন। ”বিজ্ঞাপনে যত টাকা খরচ হচ্ছে, সেই টাকায় ১০০ দিনের কাজের শ্রমিকদের পাওনা পূরণ হয়ে যেত”, বক্তব্য তৃণমূল সুপ্রিমোর।