আবার খুন করা হল তৃণমূল কংগ্রেস নেতাকে। বোমা মেরে হত্যা করা হল আমডাঙার পঞ্চায়েত প্রধানকে। এই খুনের নেপথ্যে কারা? তদন্ত করে উত্তর বের করছে পুলিশ। তৃণমূল কংগ্রেস নেতার খুনে এলাকায় তুমুল আলোড়ন পড়েছে।
জয়নগরের ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার আমডাঙায় হত্যা করা হল তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত প্রধানকে। আমডাঙায় তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত প্রধানকে লক্ষ্য করে বোমা মারার অভিযোগ উঠেছে। এই ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় পড়ে ছিল আমডাঙা পঞ্চায়েতের প্রধান রূপচাঁদ মণ্ডল। তাঁকে তাঁকে নিয়ে যাওয়া হয় আমডাঙা গ্রামীণ হাসপাতালে। তার পর অবস্থার অবনতি হলে নিয়ে যাওয়া হয় বারাসতে।
স্থানীয় সূত্রে খবর, উত্তর ২৪ পরগনা জেলার আমডাঙা থানার কামদেবপুর হাটে সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ গিয়েছিলেন রূপচাঁদ মণ্ডল। তখন আচমকাই একদল দুষ্কৃতী তাঁকে ঘিরে ফেলে। তারপর তাঁকে লক্ষ্য করে বোমা মেরে চম্পট দেয় তারা। সামনাসামনি বোমার আঘাতে মাটিতে লুটিয়ে পড়ে যান রূপচাঁদ। রক্তাক্ত হয় আমডাঙার মাটি। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে আমডাঙ্গা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে বারাসতের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই মৃত্যু হয় রূপচাঁদের।