ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকির বিরুদ্ধে থানায় অভিযোগ করেছিলেন হাইকোর্টের রেজিস্ট্রার। ইএম বাইপাসে হাইকোর্টের অরিজিনাল সাইটের রেজিস্ট্রারের গাড়িতে ধাক্কা মারার অভিযোগ উঠেছিল বিধায়কের গাড়ি চালকের বিরুদ্ধে। সেই ঘটনায় বৃহস্পতিবার নওসাদকে নোটিস দেয় পুলিশ। নোটিস পাওয়ার ৭২ ঘণ্টার মধ্যে আইএসএফ নেতাকে থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
নওসাদের চালকের বিরুদ্ধে ইতিমধ্যেই জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের হয়েছে গড়ফা থানায়। রেজিস্টারের গাড়িতে ধাক্কা মারার প্রতিবাদ করতেই রেজিস্টারের গাড়ির চালককে নেমে এসে বিধায়কের চালক সপাটে চড় মারে বলে অভিযোগ। তারপর থেকেই জল ঘোলা হতে শুরু করে। ঘটনার সময়ে বিধায়ক নিজে উপস্থিত ছিলেন। পরিস্থিতি সামলাতে তখন গাড়ি থেকে নেমে আসেন তিনি। এরপরই গোটা ঘটনার তদন্তে নামে পুলিশ। ইতিমধ্যে নওসাদ সিদ্দিকিকে সিআরপিসি’র ৪১ ধারায় নোটিশ পাঠিয়েছে পুলিশ। বিধায়ককে গড়ফা থানায় হাজিরা দেওয়ার জন্য বলা হয়েছে।
মঙ্গলবার জয়নগর থেকে রাতে গাড়ি নিয়ে ফিরছিলেন নওসাদ। তখনই এই ঘটনা ঘটে কালিকাপুর এলাকায়। রেজিস্টার তাঁর অভিযোগে জানিয়েছেন, বাইপাসের কালিকাপুরের রাস্তায় বিধায়কের স্করপিও তাঁর গাড়িতে ধাক্কা মারে। সেই সময় গাড়ি থামিয়ে দেন রেজিস্টারের চালক। নওসাদের গাড়ির চালকও গাড়ি থামিয়ে রাস্তায় নামেন। দুজনের মধ্যে বচসা শুরু হয়। তখনই রেজিস্টারের চালককে চড় মারেন নওসাদের চালক।