মাত্র তিন মাস আগে আমডাঙা পঞ্চায়েতের প্রধান হিসেবে শপথ নিয়েছিলেন তিনি। বৃহস্পতিবার ভর সন্ধ্যায় হাটে প্রচুর মানুষের আনাগোনার মধ্যেই তাঁকে লক্ষ্য করেই বোমা ছোড়া হয়। যার ফলে মৃত্যু হয় তৃণমূল নেতা রূপচাঁদ মণ্ডলের। অবশেষে পঞ্চায়েত প্রধান খুনের ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যেই একজনকে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় হাটের মাঝে বোমা মেরে খুন করা হয় পঞ্চায়েত প্রধান রূপচাঁদকে।
এরপর পালিয়ে যায় দুষ্কৃতীরা। রাতভর তল্লাশির পর উত্তর ২৪ পরগনার জেলা পুলিশ আমডাঙার খুড়িগাছি এলাকা থেকে আনোয়ার হোসেন মণ্ডল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। ধৃত ব্যক্তি বোদাই পঞ্চায়েত এলাকার বাসিন্দা বলে জানা যাচ্ছে। বাকি দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।