প্রথমবার ক্ষমতায় আসার পর থেকেই রাষ্ট্রায়ত্ত সংস্থার বেসরকারিকরণের মাধ্যমে রাজকোষ ভরতে চাওয়ার লক্ষ্যমাত্রা নিয়ে এগিয়েছিল মোদী সরকার। দ্বিতীয় বার ক্ষমতায় এসে সেই কাজ পুরো দমে শুরু করছে তারা। এবার যেমন দেশের বেশ কয়েকটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের অংশীদারিত্ব বিক্রি করতে চলেছে মোদী সরকার। জানতে পারা গিয়েছে, ৬টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ৫ থেকে ১০ শতাংশ বিক্রি করতে চলেছে তারা৷
এই সমস্ত ব্যাঙ্কে ৮০ শতাংশ পর্যন্ত সরকারি ইকুইটি। যে ৬টি সরকারি ব্যাঙ্কের শেয়ার বিক্রি হতে চলেছে সেই ব্যাঙ্কগুলি হল— ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক, পঞ্জাব অ্যান্ড সিন্ড ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইউকো ব্যাঙ্ক। এই ছয় ব্যাঙ্কের কমপক্ষে ৬ শতাংশ শেয়ার বিক্রি করলে আনুমানিক ৩১ হাজার ৩৯৫ কোটি টাকা আসতে পারে সরকারি কোষাগারে। যদিও মাথায় হাত পড়েছে গ্রাহকদের।