মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েই নাম না করে ভারতকে বার্তা দিয়েছিলেন মহম্মদ মুইজ্জু। সাফ জানিয়ে দিয়েছিলেন, আইন মেনে মালদ্বীপ থেকে সমস্ত বিদেশি সেনা সরিয়ে দেওয়া হবে। আর তার পরে একটি সাক্ষাৎকারে মুইজ্জু সরাসরি ভারতের নাম করে বলেন, মালদ্বীপ ছাড়তে হবে ভারতীয় সেনাকে। কারণ পুরোপুরিভাবে স্বাধীন দেশ হিসাবে পরিচিত হতে চায় মালদ্বীপ।
সেই থেকেই অনেকের মনেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, তাহলে কি সেই ভারতীয় সৈন্যদের হটিয়ে সেই জায়গা নেবে চীনা সৈন্যরা? এবার এ নিয়ে মুখ খুললেন মুইজ্জু নিজেই। তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, ভারতীয় সেনার বদলে তিনি চীনা সৈন্যদের নেবেন না। তাঁর দাবি, ভারতীয় সৈন্যের পরিবর্তে চীনা সৈন্য এনে তিনি আঞ্চলিক ভারসাম্য নষ্ট করতে চান না।