ক্ষমতায় আসার পর থেকেই বাংলার প্রতি দুয়োরানিসুলভ আচরণ অব্যাহত রেখেছে মোদী সরকার। বারবার উঠেছে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ। এবার একশো দিনের কাজের টাকার দাবিতে দিনহাটা জুড়ে প্রতি ব্লকে অঞ্চলে হবে প্রতিবাদ মিছিল। পুটিমারি গ্রামে আজ বিক্ষোভ মিছিল শেষে এমনই জানিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। মিছিলে তৃণমূল কংগ্রেস কর্মীদের ব্যাপক ভিড় জমৈছিল। মিছিলে দলে দলে হেঁটেছেন মহিলা তৃণমূল কংগ্রেস কর্মীরা। সাধারণ মানুষও জড়ো হয়েছিলেন।
প্রসঙ্গত, পুটিমারি থেকে প্রান্তিক বাজার হয়ে দিনহাটার বিভিন্ন গ্রামের পথ ধরে এই মিছিল হয়েছে৷ পুজোর আগে বিক্ষোভ মিছিল হয়েছিল দিনহাটার বামনহাটেও। উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ জানান, একশো দিনের কাজ করে প্রাপ্য টাকা পাচ্ছেন না বাংলার মানুষ। কেন্দ্র সরকারের এই বঞ্চনার বিরুদ্ধে লাগাতার প্রতিবাদ মিছিল করবে তৃণমূল কংগ্রেস। ১৩ই নভেম্বর থেকে দিনহাটায় শুরু হয়েছিল প্রতিবাদ মিছিল। পুজোর পর্ব মিটতেই ফের আরম্ভ হল কর্মসূচি৷ এখন থেকে প্রতিদিনই দিনহাটার ব্লক ও অঞ্চলে এই প্রতিবাদ মিছিল হবে বলে জানিয়েছেন তিনি।