ফের বাস্তবায়িত হতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি স্বপ্নের প্রকল্প। পাশাপাশি, স্বাস্থ্যক্ষেত্রের উন্নয়নে আরও এক ধাপ এগিয়ে গেল বাংলা। শুক্রবার বেলুড়ে উদ্বোধন হবে পূর্ব ভারতের প্রথম যোগ ও নেচারোপ্যাথি হাসপাতাল ও মেডিক্যাল কলেজের। বিগত ২০১৯ সালের ২রা মার্চ বেলুড়ের এই হাসপাতাল ও মেডিক্যাল কলেজটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন মুখ্যমন্ত্রী। শুক্রবার নবনির্মিত ৫তলা ভবনের উদ্বোধন করবেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। স্বাস্থ্য দফতরের উদ্যোগে এই হাসপাতাল ও মেডিক্যাল কলেজটি গড়ে উঠেছে। উদ্বোধনের পর চলতি শিক্ষাবর্ষ থেকেই এখানে যোগ ও নেচারোপ্যাথি নিয়ে স্নাতকস্তরে পড়াশোনা শুরু হয়ে যাবে। স্নাতকস্তরে এখানে ৫০টি আসন রয়েছে। ইতিমধ্যেই এখানে ৪৬ জন পড়ুয়া ভর্তি হয়েছেন। সর্বভারতীয় নিট পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের দু’দফায় কাউন্সেলিং করে ভর্তি নেওয়া হয়েছে। সম্পূর্ণ নিখরচায় তাঁরা সাড়ে ৪ বছরের ব্যাচেলর অফ নেচারোপ্যাথি অ্যান্ড যৌগিক সায়েন্সের গ্র্যাজুয়েশন ডিগ্রি পাবেন। এরপর একবছর করতে পারবেন ইন্টার্নশিপও।
উল্লেখ্য, পড়ুয়াদের জন্য হাসপাতাল ও মেডিক্যাল কলেজ ক্যাম্পাসের মধ্যেই তৈরি করা হয়েছে আলাদা হস্টেল। অধ্যাপক, শিক্ষক ও অশিক্ষক কর্মচারী নিয়ে মোট ১০১ জন কর্মী নিয়োগ করা হচ্ছে। ভর্তি হওয়া পড়ুয়াদের অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথোলজি পড়ানোর জন্য উলুবেড়িয়া মেডিক্যাল কলেজ ও হাসপাতাল থেকে অধ্যাপক-চিকিৎসকদের অস্থায়ীভাবে বেলুড়ের এই হাসপাতালে আনা হবে। ৫ তলা এই নবনির্মিত ভবনে ৩০০টি শয্যা থাকবে। আগামীদিনে সেখানে রোগীরা ভর্তি হয়েও চিকিৎসা করাতে পারবেন। নতুন ভবনে দুটি অডিটোরিয়াম ও একটি মেডিটেশন রুম থাকছে। বৃহস্পতিবার এই হাসপাতালের নতুন ভবন উদ্বোধনের আগে শেষ মুহূর্তের প্রস্তুতিস্বরূপ ঘুরে দেখেন প্রশাসনিক কর্তারা। বিধায়ক ডাঃ রাণা চট্টোপাধ্যায়, রাজ্যের যোগ ও নেচারোপ্যাথি কাউন্সিলের সভাপতি তুষার শীল প্রমুখরা উপস্থিত ছিলেন সেখানে।