সন্ত্রাস দমনে ফের উল্লেখযোগ্য সাফল্য পেল ভারতীয় সেনা। গত দুদিন ধরেই জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলার সামনো এলাকায় ভারতীয় সেনার ৩৪ রাষ্ট্রীয় রাইফেলস, ৯ আধাসামরিক বাহিনী, পুলিশ এবং সিআরপিএফ একযোগে গুলির লড়াই চালাচ্ছে জঙ্গিদের সঙ্গে। তাই সেই অভিযানেই সেনার পালটা গুলিতে এখনও পর্যন্ত খতম হয়েছে পাঁচ জঙ্গি। তবে অভিযান এখনও অব্যাহত বলেই জানা গিয়েছে। সামনো গ্রামের বিভিন্ন বাড়িতে জঙ্গিরা লুকিয়ে আছে। গোপন সূত্রে খবর পেয়ে সেনা ও পুলিশ তল্লাশি অভিযান শুরু করে বৃহস্পতিবার সন্ধ্যায়।
এরপর সন্দেহজনক বাড়িগুলির দিকে এগিয়ে যেতেই গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পালটা গুলি চালায় নিরাপত্তা বাহিনীও। রাতে গুলির লড়াই থেমে যায়। কিন্তু শুক্রবার দিনের আলো ফুটতেই আবারও শুরু হয় অভিযান। আর তারপরই খতম তিন জঙ্গি। তবে আরও কয়েকজনের লুকিয়ে থাকার আশঙ্কা করা হচ্ছে। গত সপ্তাহেই উপত্যকার সোপিয়ানে সেনা ও কাশ্মীর পুলিশের যৌথ অভিযানে খতম হয়েছিল এক জঙ্গি। গত বৃহস্পতিবার গভীর রাতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হয় ওই সন্ত্রাসবাদীর। উদ্ধার হয় প্রচুর পরিমাণ অস্ত্র। অন্যদিকে রামগড় সেক্টরে পাক সেনার গুলিতে সীমান্তরক্ষী বাহিনীর জনৈক জওয়ান জখম হয়েছিলেন।