দীপাবলির দিন উত্তরাখণ্ডে ঘটে মর্মান্তিক দুর্ঘটনা। রবিবার ভোর রাতে উত্তরকাশীর সিল্কিয়ারা-বারকোটে জাতীয় সড়কের উপরে একটি নির্মীয়মান সুরঙ্গের মুখ ধসে পড়ে। ভিতরে আটকে যান কমপক্ষে ৪০ জন শ্রমিক। ইতিমধ্যেই কেটে গিয়েছে ১২০ ঘন্টা।
এখনও উদ্ধার করা সম্ভব হয়নি তাঁদের। ধীরে ধীরে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন বলে খবর। কারও বমি হচ্ছে, কেউ কাতরাচ্ছেন অসহ্য মাথা ব্যথায়। গ্যাস্ট্রাইটিসে ভুগছেন অনেকেই। ক্রমশ অবস্থার অবনতি হচ্ছে। এই পরিস্থিতিতে নতুন করে শক্তিশালী ড্রিল মেশিন আনা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৬টা পর্যন্ত এই নতুন ড্রিল মেশিন সব মিলিয়ে ২১ মিটার কাটতে পেরেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে টানা কাজ করছে এই মেশিন। উত্তরকাশী জেলা দুর্যোগ ব্যবস্থাপন দফতরের আধিকারিক দেবেন্দ্র পাটোয়াল জানিয়েছেন, সকাল সাড়ে ৬টা পর্যন্ত এই নতুন ড্রিল মেশিনটি ২১ মিটার পর্যন্ত যেতে পেরেছে। এটা একটা ভালো দিক। অপারেশনের প্রথম চারদিন আমরা ওই পাথরের দুটি দেওয়াল কাটার চেষ্টা করেছিলাম।