ইউনেস্কো শান্তিনিকেতনকে ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষণা করার পর সেই সম্মান প্রাপ্তির ফলকে প্রতিষ্ঠাতা রবীন্দ্রনাথ ঠাকুরের নাম না থাকায় রাজ্য জুড়ে তোলপাড় পড়ে গয়েছিল। সেই বিতর্কে ইতি পড়লেও এবার নতুন বিতর্কের সৃষ্টি হল।
প্রসঙ্গত, ফলক পরিবর্তনের নির্দেশ দিয়ে বিশ্বভারতীকে চিঠি দিয়েছে শিক্ষা মন্ত্রক। নতুন ফলকে কী লেখা হবে তা ঠিক করতে বিশ্বভারতীকে ৪ জন অধ্যাপকের কমিটি গড়তে নির্দেশ দিয়েছে কেন্দ্র। কিন্তু জানা গিয়েছে, ইংরাজি ও হিন্দিতে লেখা হবে ফলক থাকবে না বাংলা।
বর্তমানে দিল্লিতে রয়েছেন বিশ্ববারতীর নবনিযুক্ত উপাচার্য সঞ্জয় মল্লিক। তার মধ্যেই মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ে এসে পৌঁছয় কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের চিঠি। সেই চিঠিতে ইউনেসকো স্বীকৃতি পাওয়াকে স্মরণীয় করতে প্রাক্তন উপাচার্যের লাগানো ফলক প্রতিস্থাপন করতে বলা হয়েছে।
এদিকে, নতুন ফলক ইংরাজি ও হিন্দিতে লিখতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে চিঠিতে। অর্থাৎ বাংলার বিশ্ববিদ্যালয়ের ফলক হিন্দিতে লেখা হলেও ব্রাত্য থাকবে খোদ বাংলা ভাষাই। এ নিয়ে স্বাভাবিক তৈরি হয়েছে বিতর্ক। অভিযোগ উঠছে হিন্দি আগ্রাসনের।