শীতের আবহেই বৃষ্টিতে ভিজতে চলেছে বাংলার একাধিক জেলা। বাংলাদেশের দিকে এগোতে চলেছে বঙ্গোপসাগরে সৃষ্ট অতি গভীর নিম্নচাপ। মৌসম ভবন জানিয়েছে, শনিবার সকালে মংলা-খেপুপাড়া উপকূল হয়ে বাংলাদেশের স্থলভাগে ঢুকবে নিম্নচাপটি। উপকূলের ৩ জেলায় রয়েছে দুর্যোগের পূর্বাভাস। বেশি প্রভাব পড়বে সুন্দরবনে। এদিকে, আজ সকাল থেকেই বৃষ্টিতে ভিজেজে কলকাতা। আবহাওয়া অফিস সূত্রে খবর, ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে এ রাজ্যে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে মূলত প্রভাব পড়বে। কলকাতা-সহ দক্ষিণের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
পাশাপাশি, আজ থেকেই দমকা বাতাস বইবে উপকূলে। বাতাসের গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৬০-৭০ কিলোমিটার। সমুদ্র উত্তাল হওয়ার জন্য মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। এ দিকে, ঝড়-বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। প্রথমত, পাকা ধান নষ্ট হতে পারে। দুই, শীতের সবজি পচে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তিন, এখন মাটি ভিজলে আলুচাষ পিছিয়ে যেতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।