নারী নির্যাতন থেকে শুরু করে খুন, ধর্ষণ— যোগী আদিত্যনাথের আমলে বারবারই সামনে এসেছে উত্তরপ্রদেশে মহিলাদের দুরাবস্থার কথা। যোগী রাজ্যে মহিলা ও শিশুদের ওপর সংঘটিত অপরাধের অন্ত নেই। এবার যেমন সেখানে ফাঁকা বাড়ি পেয়ে এক যুবতীকে ধর্ষণের চেষ্টা করেন বাড়ির পরিচারক। যদিও প্রথমে সম্মান রক্ষা করতে রান্নাঘরে আশ্রয় নিলেও শেষ পর্যন্ত ছুরি হাতে ঝাঁপিয়ে পড়ে অভিযুক্তের যৌনাঙ্গ কেটে নেন ওই যুবতী। তারপর কাটা যৌনাঙ্গ হাতে নিয়েই থানায় হাজির হন তিনি। পুলিশের কাছে খুলে বলেন গোটা ঘটনার কথা।
ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কৌসাম্বী জেলায়। ওই যুবতীকে আটক করেছে পুলিশ। অন্যদিকে, অভিযুক্ত ওই যুবকের চিকিৎসা চলছে প্রয়াগরাজের হাসপাতালে। তাঁর অবস্থা সঙ্কটজনক। পুলিশের তরফে জানানো হয়েছে, ওই যুবতী শ্বশুরবাড়িতে থাকেন। তাঁর স্বামী সৌদি আরবে কর্মরত। বাড়িতে পরিচারকের কাজ করতেন বছর তেইশের ওই যুবক। বুধবার পরিবারের সদস্যরা কেউ বাড়িতে না থাকায় সুযোগেই যুবতীকে ধর্ষণ করার চেষ্টা করে অভিযুক্ত। কোনওমতে পালিয়ে রান্নাঘরে আশ্রয় নেন তিনি।
কিন্তু কিছুক্ষণ পরই বেরিয়ে আসেন। ছুরি হাতে সোজা আক্রমণ করেন অভিযুক্তের উপরে। এক কোপে পুরুষাঙ্গ কেটে নেন। এরপর ওই কাটা যৌনাঙ্গ নিয়েই থানায় যান যুবতী। পুলিশের কাছে অভিযুক্তের নামে ধর্ষণের চেষ্টার অভিযোগ দায়ের করেন। এদিকে, যুবতীর হাতে কাটা যৌনাঙ্গ দেখে চক্ষু চড়কগাছ পুলিশের। যুবতীকে নিয়ে সঙ্গে সঙ্গে বাড়িতে যান। দেখা যায়, বিছানায় রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে অভিযুক্ত। পাশে পড়ে ছুরি। অভিযুক্ত যুবক বর্তমানে প্রয়াগরাজের একটি হাসপাতালে ভর্তি। তাঁর অবস্থা সঙ্কটজনক বলেই জানা গিয়েছে।