বিএসএইইউ-এর উপাচার্য সোমা বন্দ্যোপাধ্যায় জানান, পরিকাঠামো না থাকায় ও ভুয়ো নথি জমা দেওয়ায় ২৫৩টি বেসরকারি বিএড কলেজের অনুমোদন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়। এবার তারই তদন্ত করবে শিক্ষা দফতর। মঙ্গলবার একথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
তিনি বলেন, কেন অনুমোদন বাতিল হল তা খতিয়ে দেখতে তদন্ত করবে শিক্ষা দফতর। তদন্তের রূপরেখা ঠিক করতে উচ্চ শিক্ষা দফতরের বিশেষ বৈঠক ডাকা হয়েছে শুক্রবার।
উচ্চ শিক্ষা দফতর জানিয়েছে, পরিকাঠামো না থাকায় বেশ কিছু বিএড কলেজের অনুমোদন যে বাতিল হতে চলেছে তা চিঠি দিয়ে জানিয়েছিল বিশ্ববিদ্যালয়। কিন্তু কত কলেজের অনুমোদন বাতিল হতে চলেছে বা কী কারণে কোন কলেজের অনুমোদন বাতিল হল তা বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়নি।
ওদিকে বিশ্ববিদ্যালয়ের কোর্টের এক সদস্য জানিয়েছেন, ‘বিশ্ববিদ্যালয়ে বেশ কয়েকমাস এগজিকিউটিভ কাউন্সিল বা কোর্টের বৈঠক হয় না। শেষ বৈঠকে কী কী মাপকাঠিতে অনুমোদন বাতিল করা হবে সেব্যাপারে সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু কোন কোন কলেজের অনুমোদন বাতিল হবে তা নিয়ে কোনও আলোচনা হয়নি।’
যদিও বিশ্ববিদ্যালয়ের দাবি, এবিষয়ে কোর্চ বা এগজিকিউটিভ কাউন্সিলে আলোচনার প্রয়োজন নেই। এই পরিস্থিতিতে মঙ্গলবার শিক্ষামন্ত্রী বলেন, এতগুলি বিএড কলেজের কেন একসঙ্গে অনুমোদন বাতিল হল তা খতিয়ে দেখতে তদন্ত হবে। শিক্ষা দফতর তদন্ত করবে। তদন্তের রূপরেখা ঠিক করতে শুক্রবার বৈঠক ডাকা হয়েছে।