মঙ্গলবার জয়নগরের দলুয়াখাঁকি গ্রামের উপদ্রুত এলাকায় পরিদর্শনে যেতে গিয়ে বাধাপ্রাপ্ত হন সিপিএম এবং আইএসএফের নেতৃত্বরা। এবার এ নিয়ে বিরোধীদের কটাক্ষ করলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম।
তাঁর দাবি, ওখানে যদি আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয় তাহলে পুলিশকে সেটা নিয়ন্ত্রণে আনতে হবে। বিরোধীদের কটাক্ষ করে ফিরহাদ বলেন, ‘কেউ গিয়ে ওই এলাকায় উস্কানি দেওয়ার চেষ্টা করেন, ওখানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করার চেষ্টা করলে পুলিশকেই তো সামলাতে হবে। ওঁরা তো ওখানে ছবি তোলার জন্য যান। কিন্তু কাজটা তো পুলিশকেই করতে হবে। অপরাধীদের ধরতে হবে পুলিশকে। ওঁরা ওখানে গিয়ে কী করবেন?’