আগামীকাল, অর্থাৎ বুধবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আইসিসি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হতে চলেছে ভারত ও নিউ জিল্যান্ড। শেষ চারের যুদ্ধে নামার আগে কিউয়িদের সমীহ করছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। ধরমশালায় নিউ জিল্যান্ডকে হারিয়েছে টিম ইন্ডিয়া। তবে সেটা ছিল গ্রুপ পর্বের ম্যাচ সেমিফাইনাল পুরোপুরি অন্য লড়াই। একবার ভুল করলেই যে টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হবে, তা ভাল করেই জানেন রোহিত। এখনও পর্যন্ত প্রতিযোগিতায় অপরাজিত ভারত। তবুও খেলোয়াড়দের শরীরী ভাষায় নেই কোনও আত্মতুষ্টি বা অহংকার। আজ সাংবাদিক বৈঠকে ব্ল্যাক ক্যাপসদের প্রশংসা করলেন অধিনায়ক রোহিত।
প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৯ বিশ্বকাপের শেষ চারে ভারত মুখোমুখি হয়েছিল এই কিউয়িদেরই। ট্রেন্ট বোল্ট ও ম্যাট হেনরির শুরুর স্পেল ভারতের ব্যাটিংকে বিপর্যয়ের মুখে ঠেলে দেয়। মহেন্দ্র সিং ধোনি ও রবীন্দ্র জাদেজা মরিয়া লড়াই করেছিলেন ঠিকই। কিন্তু শেষরক্ষা আর হয়নি। এবারের সেমিফাইনালে নামার আগে নিউজিল্যান্ড প্রসঙ্গে রোহিত বলছেন, ”নিউজিল্যান্ডের বিরুদ্ধে যতবার আমাদের দেখা হয়েছে, ততবারই ওদের শৃঙ্খলাপরায়ণ একটা দল বলে মনে হয়েছে। প্রতিপক্ষের মানসিকতা খুব ভালো বুঝতে পারে কিউয়িরা। আমি বলব, সবচেয়ে শৃঙ্খলাপরায়ণ দল।” ২০১৫ সালের বিশ্বকাপ ফাইনালে পৌঁছেছিল নিউ জিল্যান্ড। চার বছর পরের বিশ্বকাপেও অল্পের জন্য চ্যাম্পিয়ন হতে পারেনি তারা। বুধবার শেষ চারের যুদ্ধের জন্য প্রস্তুত কিউয়ি-বাহিনী। একইভাবে তৈরি ভারতও।