এবার বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে এবং তাঁর স্ত্রী অনামিকা গৌতমের বিরুদ্ধে মামলা করল দিল্লি পুলিশ। আদালতের নির্দেশে বিষয়টি নিয়ে তদন্ত করে দিল্লি পুলিশ তারপর মামলা করা হয়।
লোকসভা নির্বাচনে প্রচার করার জন্য এক ব্যক্তির কাছ থেকে স্বামী–স্ত্রী মিলে দু’কোটি টাকা দাবি করেছিলেন বলে অভিযোগ। এই নিশিকান্ত দুবে অভিযোগ করেছিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে। অভিযোগ ছিল, টাকার বিনিময়ে সংসদে প্রশ্ন করেছেন কৃষ্ণনগরের সাংসদ। এখন তাঁদের বিরুদ্ধে টাকা তোলার অভিযোগে মামলা দায়ের হল। এই ঘটনায় এখন আলোড়ন পড়ে গিয়েছে।
এদিকে এই মামলাটি দায়ের হয় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ধীরাজ মিত্তালের নির্দেশে। গত ৩ এপ্রিল ম্যাজিস্ট্রেটের নির্দেশে দিল্লির তুঘলক রোড পুলিশ স্টেশন নিশিকান্ত ও অনামিকার নামে এফআইআর করে তদন্ত শুরু করে। আই অনুযায়ী বিষয়টি দেখার জন্য আদালত নির্দেশ দেয়।
বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের বিরুদ্ধে ২ কোটি টাকা দাবি করার অভিযোগ তুলেছেন দিল্লির বাসিন্দা সন্দীপ শর্মা। ফৌজদারি অভিযোগ দায়ের করেছেন তিনি।