আজ ভাইফোঁটা। নিজের ভাইদের তো বটেই, রাজ্যের মন্ত্রী-বিধায়ক, এমনকী সাংবাদিকদেরও ফোঁটা দেন মুখ্যমন্ত্রী। প্রতি বছরই বেশ বড় করে ভ্রাতৃদ্বিতীয়ার অনুষ্ঠান হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। এবারেও নেতা-মন্ত্রী বিধায়ক মিলিয়ে বেশ কয়েকজন ফোঁটা পেয়েছেন ‘দিদি’র কাছ থেকে।
এই বছর মুখ্যমন্ত্রীর কাছ থেকে ফোঁটা নিয়েছেন যাঁরা তাঁদের মধ্যে রয়েছেন কলকাতার মেয়র তথা মন্ত্রী ফিরহাদ হাকিম। এছাড়া তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী, মন্ত্রী অরূপ বিশ্বাস, জাভেদ খান, রাজ্যসভার সাংসদ তথা প্রধান জাতীয় মুখপাত্র ডেরেক ও’ব্রায়েন এবং শান্তনু সেন। দিদির আশীর্বাদ পেয়েছেন লোকসভার সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তৃণমূল নেতা সমীর চক্রবর্তী এবং উলুবেড়িয়া উত্তরের বিধায়ক নির্মল মাজি সহ কয়েকজন। এছাড়াও অন্যান্য বছরের মতো এবারেও বেশ কয়েকজন সাংবাদিককেও ভাইফোঁটা দিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢুকতে দেখা গেছে কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় ও তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়কেও। তাঁকেও ফোঁটা দিয়েছেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রীর ভাইফোঁটার তালিকায় গত বছরের তুলনায় এ বছর কাটছাঁট তেমন হয়নি। তবে কিছু নতুন মুখ সংযোজিত হয়েছে। ২০২২ সালে ভ্রাতৃদ্বিতীয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে আমন্ত্রিত ছিলেন ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, সুব্রত বক্সী, ডেরেক ও ব্রায়েন সহ আরও কয়েকজন।