কংগ্রেসকে বারবারই পরিবারতন্ত্র নিয়ে আক্রমণ করে বিজেপি। শুধু কংগ্রেস নয়, সমাজবাদী পার্চি, তৃণমূল কংগ্রেস-সহ বিরোধী প্রায় সব দলকেই গেরুয়া শিবির বলে পরিবারবাদী। এবার সেই পরিবারবাদের কাছে নতজানু হতে হল তাদেরও।
কর্নাটকে বিজেপির সভাপতি হিসেবে নিযুক্ত করা হল প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পার পুত্র বিওয়াই বিজয়েন্দ্র। আগেই ঘোষণা হয়েছিল, বুধবার (১৫ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে রাজ্য কার্যালয়ে দায়িত্ব গ্রহণ করলেন বিজয়েন্দ্র। বিএস ইয়েদুরাপ্পা তো ছিলেনই, উপস্থিত ছিলেন আরেক প্রাক্তন মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই এবং ডি ভি সদানন্দ গৌড়া-সহ দলের বশিষ্ট নেতারা। মনে করা হচ্ছে, লিঙ্গায়ত ভোট ব্যাঙ্ককে ফের গেরুয়া শিবিরে টানার লক্ষ্যেই ইয়েদুরাপ্পার ছেলেকে সভাপতি করতে এক প্রকার বাধ্য হল বিজেপি।
৪৭ বছরের বিজয়েন্দ্র, এবারের ভোটেই প্রথমবার বিধায়ক নির্বাচিত হয়েছেন। ১০ নভেম্বরই তাঁকে রাজ্য সভাপতি পদে নিযুক্ত করেছিল বিজেপি। এর আগে তিনি দলের রাজ্য শাখার সাধারণ সম্পাদক এবং সহ-সভাপতির পদে ছিলেন। সভাপতির পদে ছিলেন নলিন কুমার কাটেল। দক্ষিণ কানাড় আসনের থেকে তিনবারের সাংসদ কাটেল, গত বছরই বিজেপি রাজ্য সভাপতি হিসাবে তাঁর তিন বছরের মেয়াদ পূর্ণ করেছিলেন। সেই সময় বিধানসভা ভোটের কথা মাথায় রেখে তাঁকে আরও এক বছর ওই পদে রেখে দেওয়া হয়েছিল। এবার কাটেলের জায়গায় রাজ্য সভাপতি পদে অভিষেক হল ইয়েদুরাপ্পা-পুত্রের।