ভাইফোঁটা মিটলেই পুলিশ ও প্রশাসনে একটা বড় ঝাঁকুনি দিতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে রদবদলকে এখন অনিবার্য বলেই মনে করা হচ্ছে।
বাংলায় প্রশাসন ও পুলিশে আসন্ন রদবদলের দুটি সুনির্দিষ্ট কারণ রয়েছে বলে মনে করা হচ্ছে। এক, ৩১ ডিসেম্বর মুখ্য সচিব পদে হরিকৃষ্ণ দ্বিবেদীর বর্ধিত মেয়াদ শেষ হতে চলেছে। তাঁর মেয়াদ আরও বাড়ানোর জন্য মুখ্যমন্ত্রী দিল্লিতে আর প্রস্তাব পাঠাননি। অর্থাৎ মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব এমনকী অর্থ সচিব পদেও নতুন মুখ আসতে পারে। এমনকি খাদ্য সচিব পদেও নতুন মুখ আনা হতে পারে। দুই, লোকসভা ভোট আসছে। এবং সেটাও রদবদলের নেপথ্যে বড় অনুঘটক হয়ে উঠছে বলে নবান্নের কর্তারা মনে করছেন।
প্রথমে সিআইডিতে বড় বদল ঘটানো হয়েছে। এডিজি সিআইডি রাজশেখরনকে নবান্নে ডেকে মুখ্যমন্ত্রী বৈঠক করার পরই রাজ্য গোয়েন্দা বিভাগে ডিআইজি ও আইজি পদে রদবদল হয়েছে। নবান্নে এখন আলোচনা হল, লোকসভা ভোটের আগে কলকাতা পুলিশেও রদবদল হতে পারে। বর্তমানে কলকাতার পুলিশ কমিশনার হলেন বিনীত গোয়েল।