আমরা দেখতে চাই ২০২৪ সালে লালকেল্লায় বাংলার মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় শাড়ি পরে দেশের জাতীয় পতাকা তুলছেন। সম্প্রতি এমনই দাবি তুলেছিলেন রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। এবার দেখা গেল, ২০২৪ সালে দিল্লির লালকেল্লায় পতাকা উত্তোলন করছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশে দাঁড়িয়ে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়— এমনই থিমে সেজেছে বর্ধমানের মেহেদিবাগান বারোয়ারির শ্যামাপুজোর এবার থিম, দিল্লির লালকেল্লা।
লালকেল্লার গায়ে ইংরেজি বানানে লেখা হয়েছে ‘ইন্ডিয়া’। পুজো কমিটির সদস্য বাপি শর্মার দাবি, কেন্দ্রের বিজেপি সরকার দেশবাসীর মধ্যে শঙ্কা ছাড়া কিছু তৈরি করতে পারেনি। নানা জনবিরোধী নীতি মানুষকে বিপর্যস্ত করে তুলেছে। তার বিরুদ্ধে বাংলার মানুষ দীর্ঘদিন ধরে লড়াই চালাচ্ছেন। দিল্লির ক্ষমতা এ বার মমতা বন্দোপাধ্যায়ের হাতে যাক, এটাই চাইছেন তাঁরা। ‘ইন্ডিয়া’ নামের মধ্যে বিরোধীদের জোটের কথা তুলে ধরা হয়েছে। দেশের অনেক মনীষী, স্বাধীনতা সংগ্রামীর ছবিও রয়েছে মণ্ডপে।