মুখ্যমন্ত্রী অশোক গেহলটকে কেন্দ্র করেই রাজস্থানে কংগ্রেসের যাবতীয় রণকৌশল সাজানো হচ্ছে৷ কিন্তু দলের মধ্যেই ক্রমশ সচিন পাইলটকে সামনে রেখে প্রচার করার দাবি বাড়ছে৷ এমন কি, সচিন পাইলটকে দিয়ে নিজেদের কেন্দ্রে প্রচার করানোর জন্য কংগ্রেসের প্রার্থীরাই দলীয় নেতৃত্বের উপরে চাপ সৃষ্টি করছেন৷
অশোক গেহলট এবং সচিন পাইলটের মধ্যে রাজস্থানে ঠান্ডা লড়াই কংগ্রেসের কাছে পুরোন মাথাব্যথার কারণ৷ সাম্প্রতিক অতীতেও প্রবীণ এবং তরুণ দুই নেতার সংঘাত এমন পর্যায় পৌঁছেছে যে রাহুল গান্ধিকে পর্যন্ত হস্তক্ষেপ করতে হয়েছে৷ কোনওক্রমে সচিন পাইলটকে বুঝিয়ে দলে রাখতে সক্ষম হয় কংগ্রেস শীর্ষ নেতৃত্ব৷
এবারের বিধানসভা নির্বাচনে শাসক বিরোধী হাওয়াই অশোক গেহলট সরকারের সবথেকে বড় দুশ্চিন্তার কারণ৷ ক্ষমতা ধরে রাখতে গৃহ লক্ষ্মীর মতো জনমুখী প্রকল্পকেই অস্ত্র করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী৷ কিন্তু তাঁর মন্ত্রিসভার কয়েকজন সদস্য এবং কংগ্রেসের বেশ কিছু বিধায়কের বিরুদ্ধে আমজনতার মনে যে ক্ষোভ জমে আছে, সেটাই কংগ্রেসের কাছে মাথাব্যথার কারণ৷
রাজস্থানের জামওয়রামগড় কেন্দ্রের প্রার্থী এবং বর্তমান বিধায়ক গোপাল লাল মীনা যেমন রাজস্থানের কংগ্রেস সভাপতিকে চিঠি দিয়েই সচিন পাইলটকে তাঁর হয়ে প্রচারে পাঠানোর জন্য দাবি জানিয়েছেন৷ ওই বিধায়ক যুক্তি দিয়েছেন, সচিন পাইলট প্রচারে গেলে তাঁর কেন্দ্রে শাসক বিরোধী হাওয়া কমবে৷ পাশাপাশি, তরুণ প্রজন্মের সমর্থন আদায়েও সুবিধা হবে৷