কালীপুজোর আবহে আলোর রোশনাইয়ে মেতে উঠেছে বাংলা। আজ, মঙ্গলবার
নৈহাটির বড়মা কালী মন্দিরে পুজো দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দুপুর সাড়ে তিনটে নাগাদ সেখানে পৌঁছন ডায়মন্ড হারবারের সাংসদ। এদিন মন্দির পরিদর্শনের পাশাপাশি বড়মার কষ্টি পাথরের মূর্তি দর্শন করেন তিনি। প্রায় ২০ মিনিট মন্দিরের ভেতরে ছিলেন অভিষেক। পুজো দেন। কথা বলেন পুরোহিত সহ মন্দির কমিটির সদস্যদের সঙ্গেও। মন্দিরে নিজের হাতে আরতিও করতে দেখা যায় তাঁকে। অভিষেকের সফরকে ঘিরে সকাল থেকেই মন্দির চত্বরে কড়া পুলিশি নিরাপত্তার আয়োজন করা হয়েছিল।
প্রসঙ্গত, কিছুদিন আগেই নৈহাটির অরবিন্দ রোডের কাছে বড়মর নতুন কালী মন্দিরের উদ্বোধন হয়। মন্দির কমিটির পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছিল অভিষেককে। তবে ওই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি ডায়মন্ডহারবারের সাংসদ। সেই সময় মন্দির কর্তৃপক্ষকে শুভেচ্ছাপত্র পাঠিয়েছিলেন অভিষেক। এর আগে গত ৭ই নভেম্বর অভিষেকের জন্মদিনে নৈহাটি বড়মা মন্দিরে যজ্ঞের আয়োজন করেছিলেন রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিক। অভিষেক এবং মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুস্থতা কামনা করে পুজোর আয়োজন করেছিলেন পার্থ। উত্তর ২৪ পরগনা জেলার মধ্যে এই কালীপুজোকে ঘিরে ভক্তদের মধ্যে থাকে ব্যাপক উৎসাহ থাকে। অমাবস্যায় বিশেষ পুজোর আয়োজন করা হয়। সমাগম ঘটে প্রচুর ভক্তের।