সম্প্রতি ‘পিপ্পা’ ছবিতে নতুন ভাবে শোনা গিয়েছে কাজী নজরুল ইসলামের ‘কারার ওই লৌহ কপাট’। আর তারপরই গানের সুর বিকৃতি নিয়ে এপার বাংলা-ওপার বাংলায় এক যোগে শুরু হয়েছে প্রতিবাদ। কিন্তু রবিবার পর্যন্ত ছবির নির্মাতা বা ছবির সঙ্গীত পরিচালক এ আর রহমান— কারও পক্ষ থেকেই কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সোমবার বিকালে এই বিতর্ককে মাথায় রেখে বিবৃতি দিলেন ‘পিপ্পা’ ছবির অন্যতম প্রযোজক সিদ্ধার্থ রয় কপূর (রয় কপূর ফিল্মস)।
সোশ্যাল মিডিয়া পোস্টে তারা লিখেছেন, ‘এই গানকে ঘিরে যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানে প্রযোজক, পরিচালক এবং সঙ্গীত পরিচালক হিসেবে আমরা নজরুল পরিবারের থেকে প্রয়োজনীয় স্বত্ব নেওয়ার পরেই শিল্পের খাতিরে গানটিকে তৈরি করেছি।’ নজরুলের পুত্রবধূ কল্যাণী কাজী এবং তাঁর পুত্র কাজী অনির্বাণের থেকে যাবতীয় নিয়ম মেনে যে এই গানের স্বত্ব নেওয়া হয়েছিল সে কথাও ওই বিবৃতি জানানো হয়েছে। যদিও নজরুল পরিবারের তরফে অনির্বাণ সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন, গানের কথা ব্যবহার করা হলেও সুর বদলানো যাবে না এই মর্মেই তাঁরা নির্মাতাদের স্বত্ব দিয়েছিলেন। কিন্তু বিবৃতিতে রায় কপূর ফিল্মস জানিয়েছে, ‘গানটির ঐতিহাসিক তাৎপর্যকে শ্রদ্ধা জানানোই আমাদের উদ্দেশ্য ছিল। গানের কথা ব্যবহার এবং সুরের পরিবর্তন চুক্তি অনুযায়ী করা হয়েছে।’