এবার মোদী জমানায় আবারও বিরাট ধাক্কা খেল মধ্যবিত্তের ভরসা লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া(এলআইসি)। রিপোর্টে দাবি করা হয়েছে, দ্বিতীয় ত্রৈমাসিকে প্রায় ৫০ শতাংশ ক্ষতি হয়েছে এলআইসির।
এখন এলআইসির নেট প্রফিট ৭,৯২৫ কোটি টাকা। গত আর্থিক বছরে নেট প্রফিট ছিল ১৫,৯৫২ কোটি টাকা। ফলে দেখাই যাচ্ছে প্রায় ৫০ শতাংশ ক্ষতি হয়েছে। এর আগের এলআইসি-র নেট প্রিমিয়াম ছিল ১,৩২ লাখ টাকা। এখন সেটা ১৯ শতাংশ কমে হয়েছে ১.০৭ লাখ টাকা। অন্যদিকে, গ্রস নন-পারফর্মিং অ্যাসেট (জিএনপিএ) আগের বছরের ৫.৬০ শতাংশের তুলনায় ২.৪৩ শতাংশে দাঁড়িয়েছে। এর নেট এনপিএ এক বছর আগের সময়ের থেকে অপরিবর্তিত রয়েছে।