বাঙালির ঐতিহ্যবাহী দেশাত্মবোধক গানগুলির মধ্যে অন্যতম হল বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা ‘কারার ওই লৌহ কপাট’। এবার সেই গানকেই ব্যবহার করা হল আসন্ন হিন্দি ছবি ‘পিপ্পা’য়। নতুন আঙ্গিকে গানটিকে সাজিয়েছেন সঙ্গীত পরিচালক এ আর রহমান। আর সেই গান প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে বিতর্কের ঝড়। রাজাকৃষ্ণ মেনন পরিচালিত ছবি পিপ্পা আগামী ১০ নভেম্বর মুক্তি পেতে চলেছে ওটিটি মাধ্যমে। ইতিমধ্যেই এই ছবির স্পেশাল স্ক্রিনিং হয়ে গিয়েছে। প্রকাশ্যে এসেছে ছবির গানও। ১৯৭১ এর ভারত পাক যুদ্ধের প্রেক্ষাপটে তৈরি হওয়া এই ছবিতে ব্যবহৃত হয়েছে নজরুল ইসলামের লেখা কারার ওই লৌহ কপাট গানটি। গেয়েছেন একাধিক বাঙালি গায়ক। এঁদের মধ্যে আছেন তীর্থ ভট্টাচার্য, রাহুল দত্ত, পীযুষ দাস, শালিনী মুখোপাধ্যায় প্রমুখ। কিন্তু এই গান মোটেই পছন্দ হয়নি নেটিজেনদের। বরং ভীষণই অসন্তুষ্ট হয়েছেন অনেকে।
উল্লেখ্য, গানটিকে যেভাবে সাজানো হয়েছে সেটা আসল গানটির থেকে অনেকটাই আলাদা। বাঙালিরা এই গানটিকে যেভাবে শুনে আসছেন, তার সঙ্গে এর যে কোনও মিল নেই, তা বলাই বাহুল্য। এক ব্যক্তি লেখেন, “মনটা জাস্ট ভেঙে গেল। এআর রহমান এত সুন্দর গানটির পুরো বারোটা বাজিয়ে দিয়েছেন।” কেউ আবার লেখেন, “সঠিক সুরে সঠিক ভাবে গানটি বানালে ভালো হতো। আসল গানটা শুনলে যে অনুপ্রেরণা পাই তার সিকিভাগ এটা শুনে আসছে না।” কেউ লিখেছেন, “আসল গানটা শুনলে গায়ে কাঁটা দেয়, এটা কী বানিয়েছেন? জঘন্য!” কেউ আবার লেখেন, “বিশ্বাস করতে পারছি না কোনও গানের আত্মাকে রহমান এভাবে খুন করতে পারেন।” একজনকে লিখতে দেখা গিয়েছে, “ভীষণই বীতশ্রদ্ধ হলাম। কী যে খারাপ লাগছে শুনতে কী আর বলি!” এখানেই থেমে নেই প্রতিবাদ। “এই বিখ্যাত গান নিয়ে ওঁকে কে ছ্যাবলামি করারস্পর্ধা দিয়েছে। উনি বিখ্যাত সুরকার বলেই যা খুশি তা করতে পারেন না”, স্পষ্ট জানিয়েছেন এক ক্ষুব্ধ নেটাগরিক।