১৯২টি দেশের মধ্যে চালানো সমীক্ষা চালিয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। আর মঙ্গলবার তার রিপোর্ট প্রকাশ হতেই জানা গেল, ২০২২ সালে যক্ষ্মা আক্রান্তের নিরিখে বিশ্বের মধ্যে প্রথম স্থানে মোদীর ভারত! প্রকাশ করেছে। হু-এর রিপোর্টে দেখা গিয়েছে, ওই এক বছরে বিশ্বে মোট ৭৫ লক্ষ মানুষ যক্ষ্মায় আক্রান্ত হয়েছেন। যার মধ্যে প্রায় ২৮.২ লক্ষ (২৭ শতাংশ) রোগীই ভারতের।
প্রসঙ্গত, ১৯৯৫ সালে এই সমীক্ষা চালু করেছিল হু। তথ্য বলছে, এ যাবৎ ২০২২ সালেই যক্ষ্মা আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। আর এবার সেই তালিকায় ভারতই প্রথম। রিপোর্ট অনুযায়ী, ভারতে আক্রান্ত ২৮.২ লক্ষের মধ্যে সঙ্কটজনক রোগী রয়েছে ১২ শতাংশ। হু-এর কর্তাদের মতে, ভারতে গত বছরে ৩ লক্ষ ৪২ হাজার যক্ষ্মা রোগীর মৃত্যু হয়েছে। যার মধ্যে ১১ হাজার এইআইভি আক্রান্ত ছিলেন।