আগামী ৩০ নভেম্বর তেলেঙ্গানায় বিধানসভা নির্বাচন। আর তাই নির্বাচনী প্রচারে বেরিয়েছিলেন তেলেঙ্গানার মন্ত্রী তথা ভারত রাষ্ট্র সমিতির (বিআরএস) কার্যকরী সভাপতি কে.টি. রামা রাও। কিন্তু তার মধ্যেই ঘটে গেল অঘটন। নিজামাবাদ জেলার আরমুর শহরে প্রচারের সময় দুর্ঘটনার কবলে পড়লেন কেটিআর। জানা গিয়েছে, আচমকাই মিছিল চলার সময় চালক আচমকাই ব্রেক চাপার কারণে প্রচারের গাড়ি থেকে পড়ে যান তিনি এবং অন্যান্য বিআরএস নেতারা। এই ঘটনায় সামান্য আহত হন কেটিআর।
জানা গিয়েছে, বিআরএস নেতা দলের স্থানীয় সদস্যদের সঙ্গে গাড়ির ছাদে দাঁড়িয়ে ছিলেন। সেই সময়েই হঠাৎ ব্রেক কষেন গাড়ির চালক। এরপরেই লোহার রেলিং ভেঙে পড়ে। এই ঘটনায় গাড়ির ছাদ থেকে নেতারা মাটিতে পড়ে যান। মন্ত্রীর নিরাপত্তা কর্মীরা দ্রুত তাকে সাহায্য করতে এগিয়ে আসেন। দুর্ঘটনাটি ঘটেছিল যখন কেটিআর এবং অন্যরা রিটার্নিং অফিসারের অফিস পর্যন্ত একটি মিছিলে অংশ নিচ্ছিলেন। সেখানে আরমুরের বিআরএস প্রার্থী, জীবন রেড্ডি তাঁর মনোনয়ন জমা করছিলেন। কেটিআর-এর কার্যালয় জানিয়েছে যে কেটিআর ঘটনার পরে র্যালি আবার শুরু করেন এবং পরে রোডশোর জন্য কোডাঙ্গাল চলে যান।