হিন্দু ধর্মকে শ্রদ্ধা জানিয়ে নতুন করে ইতিহাস লিখতে হবে। শীর্ষ আদালত কেন্দ্র ও রাজ্য সরকারগুলিকে নির্দেশ দিক, দেশের প্রাচীন এবং সংখ্যাগরিষ্ঠ মানুষের এই ধর্মকে রক্ষা করতে তারা যাতে উপযুক্ত পদক্ষেপ করে। এমনই আর্জি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন এক ব্যক্তি।
তাঁর দাবি, ইতিহাস বই নতুন করে লেখা দরকার। বর্তমানে চালু ইতিহাস বই পড়ে হিন্দু ধর্মের প্রতি শ্রদ্ধা জাগ্রত হচ্ছে না। কিন্তু শুক্রবার শীর্ষ আদালত পয়লা শুনানিতেই মামলাটি খারিজ করে দিল। বিচারপতির সঞ্জয় কিষেক কলের ডিভিশন বেঞ্চ বলে, এই ব্যাপারে সরকারকে পরামর্শ বা নির্দেশ দেওয়া আদালতের কাজ নয়। মামলাকারী মনে করলে সরাসরি সরকারের কাছে দরবার করতে পারেন। বিচারপতিরা বলেন, আজ কেউ এসে বলল হিন্দু ধর্ম বিপন্ন। কাল কেউ বলবে ইসলাম বিপন্ন। খ্রিস্টানরা বিপন্ন বলে কেউ আর্জি জানাবে। এই বিষয়গুলি শোনার দায়িত্ব সরকারের।