ইউনেস্কো শান্তিনিকেতনকে ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষণা করার পর সেই সম্মান প্রাপ্তির ফলকে প্রতিষ্ঠাতা রবীন্দ্রনাথ ঠাকুরের নাম না থাকায় তীব্র বিতর্ক তৈরি হয়েছে। যা নিয়ে ক্রমশই চরমে উঠেছে বিজেপির অন্তর্কলহ। প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে সরব হয়েছিলেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরা। আর তারপরই অনুপমের নাম না করে তাঁর বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য। এবার অনুপমের বিরুদ্ধে পোস্টার পড়ল বোলপুরে। বিজেপি নেতাকে ‘অকালকুষ্মাণ্ড’ বলে উল্লেখ করে পোস্টারে দল থেকে তাঁকে বহিষ্কারের দাবি করা হয়েছে। পোস্টার পড়েছে ‘আদি বিজেপি’র নামে।
গত কয়েক সপ্তাহ ধরেই অনুপমের সঙ্গে রাজ্য বিজেপি নেতাদের সংঘাত নতুন করে তীব্রতা পেয়েছে। রাজ্য বিজেপির একাধিক নেতাকে নাম করে আক্রমণ করেছেন অনুপম। এমনকী রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার নিজের কেন্দ্র থেকে ফের জিততে পারবেন কি না সেই প্রশ্নও তুলেছেন তিনি। প্রশ্ন তুলেছেন রাজ্য বিজেপির পরিচালনা পদ্ধতি নিয়ে। বুধবার অনুপম সুকান্ত মজুমদারের বিরুদ্ধে মুখ খুলতেই পালটা প্রতিক্রিয়া শুরু হয়। বীরভূমের খয়রাশোলে অনুপমের সভামঞ্চ ভেঙে দেন বিজেপি কর্মীরাই। এর পর নিজের শহর বোলপুরে অনুপমের বিরুদ্ধে পড়ল পোস্টার। কোনও পোস্টারে অনুপমকে ‘অকালকুষ্মাণ্ড’ বলে উল্লেখ করে দল থেকে তাঁকে বহিষ্কারের দাবি করা হয়েছে। কোনও পোস্টারে আবার অনুব্রত মণ্ডলের সঙ্গে অনুপমের ছবি দিয়ে দাবি করা হয়েছে, তৃণমূলের সঙ্গে সেটিং করে চলছেন অনুপম।