বুধবার ছিল নোটবন্দীর ৭ বছর পূর্তি। আর এই বিশেষ দিনেই মোদী সরকারকে এ নিয়ে তীব্র আক্রমণ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। গতকাল এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘নোট বাতিল আসলে অসংগঠিত অর্থব্যবস্থাকে ভেঙে দেওয়ার জন্য একটি সুচিন্তিত ষড়যন্ত্র।
কর্মচারীদের আয় বন্ধ করে দেওয়ার জন্য, ছোটখাটো ব্যবসাগুলিকে বাজার থেকে ছুঁড়ে ফেলে দিয়ে কর্মসংস্থানকে ধ্বংস করে দেওয়ার জন্য এবং দেশের কৃষকদের ক্ষতি করার জন্যই এই নোটবন্দি করা হয়েছিল।’ রাহুলের দাবি, ‘দেশের ৯৯ শতাংশ সাধারণ মানুষের ক্ষতি করে বাকি ১ শতাংশ মোদী ঘনিষ্ঠদের পকেট ভরার জন্যই ঘটা করে নোটবন্দীর ফন্দি আঁটা হয়েছিল। আপনাদের পকেট কেটে নিজের এবং নিজের প্রিয় বন্ধুদের ঝোলা ভর্তি করে ৬০৯ নম্বর থেকে তাঁদের বিশ্বের দ্বিতীয় বিত্তশালী ব্যক্তি বানানোর একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র হিসেবেই নোটবন্দী হয়েছিল।’