এর আগে জলা জমি বন্ধকরণে কড়া পদক্ষেপ করেছিল রাজ্য। আর এবার সরকারি পুকুরগুলি নিয়েও বড় পদক্ষেপ নিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। গত বুধবার ছিল মন্ত্রিসভার বৈঠক। আর সেখানেই মুখ্যমন্ত্রী জানান, এবার থেকে সরকারি পুকুরগুলির রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেবে খোদ রাজ্য সরকার। এর ফলে সরকারের রাজস্ব আদায়ের পরিমাণও বেশ কিছুটা বাড়বে।
রাজ্যের আয় বাড়াতেই এই নয়া পদক্ষেপের কথা জানান মুখ্যমন্ত্রী। সরকারি পুকুরগুলিকে যথাযথ ব্যবহারের কথা বলেন তিনি। নবান্ন সূত্রে জানা যাচ্ছে, ইতিমধ্যেই এর জন্য রাজ্যের ৩ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, মন্ত্রী প্রদীপ মজুমদার এবং মন্ত্রীর মানস ভুঁইয়াকে নিয়ে একটি কমিটি গড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিন সদস্যের এই কমিটির হাতে সম্পূর্ণ দায়িত্ব থাকবে। তারাই সমস্ত কিছু খতিয়ে দেখার পর চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে।