কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলোকে হাতিয়ার করছে কেন্দ্র সরকার। বিরোধীদের কোণঠাসা করতে মোদী সরকারের নির্দেশেই ‘অতি তৎপর’ ইডি, সিবিআই ও এনআইএ। এমনটাই অভিযোগ জানাচ্ছে তৃণমূল কংগ্রেস, ভারতীয় জাতীয় কংগ্রেস ও বামেরা। এবার সেই অভিযোগেই কার্যত সিলমোহর দিল সুপ্রিম কোর্ট। আদালতের সাফ কথা, ‘এজেন্সি দিয়ে দেশ চালানো যায় না’।
শীর্ষ আদালতের বিচারপতি সঞ্জয় কিসান কল এবং বিচারপতি সুধাংশু ধুলিয়ার বেঞ্চে একটি জনস্বার্থ মামলার শুনানি চলছিল। সাংবাদিকদের ডিজিটাল সামগ্রী (মোবাইল, ল্যাপটপ) বাজেয়াপ্ত করা নিয়ে মামলাটি করে ‘ফাউন্ডেশন ফর মিডিয়া প্রফেশনালস’ নামের সংবাদকর্মীদের একটি সংস্থা। সংস্থার তরফে আইনজীবী ছিলেন রাহুল নারায়ণ এবং সিদ্ধার্থ আগরওয়াল। তাঁরা দু’জনেই আবেদন জানান, তদন্তকারী সংস্থাগুলো যাতে ‘ইচ্ছামতো’ সাংবাদিকদের ডিজিটাল সামগ্রী বাজেয়াপ্ত করতে না পারে, তার জন্য রক্ষাকবচ দেওয়া হোক।
সেখানেই বিচারপতি কল বলেন, ‘এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এ ব্যাপারে অবশ্যই স্পষ্ট নির্দেশিকা থাকা দরকার। সাংবাদিকদের নিজস্ব ‘সোর্স’ থাকে। গোপনীয়তার অধিকার কিন্তু মৌলিক অধিকার’। বেঞ্চ আর বলে, ‘আপনারা চাইলে আমরা বিধি তৈরি করে দিতেই পারি। এই কাজ আপনারাই করুন’। শুনানি চলাকালীন কেন্দ্রকে ভর্ৎসনা করে শীর্ষ আদালতের মন্তব্য, ‘এজেন্সিগুলো সর্বশক্তিমান হয়ে উঠলে তা খুবই বিপজ্জনক। এজেন্সি দিয়ে দেশ চালানো হবে, এমনটা হতে পারে না’।