এবার টেলএন্ডারদের ব্যাটিংয়ের উপর বিশেষ জোর দিলেন ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়। ইতিমধ্যেই বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গিয়েছে ভারত। তার আগে ভারতের ব্যাটিং নিয়ে আলাদা করে পরিকল্পনা করছেন রাহুল। বোলারদের দীর্ঘক্ষণ সময় ধরে নেটে ব্যাটিং প্র্যাক্টিস করাচ্ছেন তিনি। কোনও কারণে ব্যাটিং লাইন আপের প্রথম দিকের ব্যাটাররা রান না পেলে টেলএন্ডাররা যাতে ভরসা জোগাতে পারেন, সেই জন্যই এমন উদ্যোগ ভারতীয় দলের। যদিও চলতি টুর্নামেন্টে দুরন্ত ফর্মে রয়েছে ভারতের টপ অর্ডার ব্যাটিং। রোহিত শর্মা থেকে বিরাট কোহলি, সকলেই রানের মধ্যে রয়েছেন। একমাত্র ইংল্যান্ডে বিরুদ্ধে ম্যাচ ছাড়া সেভাবে বোলারদের ব্যাট করতে হয়নি। কিন্তু চোটের কারণে হার্দিক পাণ্ডিয়া ছিটকে যাওয়ায় ব্যাটিং গভীরতা কমেছে। তাই বড় ম্যাচে চাপের মুখে বোলাররা যেন কার্যকরী ব্যাটিং করতে পারেন, সেই জন্য যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজদের নেটে ব্যাট করানো হচ্ছে।
প্রসঙ্গত, বুধবার ভারতীয় দলের অপশনাল প্র্যাক্টিস থাকলেও অনেকেই অনুশীলনে নেমে পড়েছিলেন। নেট বোলারদের বিরুদ্ধে প্রথমেই ব্যাট করতে পাঠানো হয় বুমরা ও সিরাজকে। পরে অবশ্য বোলিংও করেন বুমরা। তাঁর বলে আহত হন ঈশান কিষাণ। এদিন প্র্যাক্টিসে এলেও ব্যাট করেননি রোহিত। শুভমান গিল ও শ্রেয়স আইয়ারের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন অধিনায়ক। সূত্র অনুযায়ী, উক্ত বৈঠকে মূ্লত শট নির্বাচন নিয়ে আলোচনা হয়। শ্রেয়সকে নিয়ে সমালোচনা শুরু হয়েছিল। বিশেষ করে যেরকমভাবে খারাপ শট খেলে আউট হচ্ছিলেন, সেটা নিয়ে চর্চা চলছিল। তবে ইডেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শ্রেয়স দুর্দান্ত একটা ইনিংস খেলেন। যা অনেকটাই স্বস্তি দিচ্ছে টিম ইন্ডিয়াকে। তবে রোহিতরা এটা খুব ভাল করেই জানেন, গ্রুপ লিগের লড়াই আর নকআউট, সম্পূর্ণ আলাদা। এখানে সামান্য ত্রুটিরও কোনও জায়গা নেই। আগামী রবিবার নেদারল্যান্ডস ম্যাচে শেষ চারের যুদ্ধের যাবতীয় প্রস্তুতি সেরে রাখাই লক্ষ্য রোহিতদের।