মঙ্গলবার আফগানিস্তানের বিরুদ্ধে ১২৮ বলে ২০১ রানের অপরাজিত ইনিংস খেলে অস্ট্রেলিয়াকে কার্যত একা হাতেই জিতিয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল। তাঁর এই অতিমানবিক ইনিংসে মোহিত সারা ক্রিকেটবিশ্ব। মুগ্ধ বিরাট কোহলিও। ম্যাক্সওয়েলের ভূয়সী প্রশংসা করেছেন ভারতের তারকা ক্রিকেটার। প্রসঙ্গত, আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলেন বিরাট ও ম্যাক্সওয়েল। ভালো বন্ধুত্ব রয়েছে দুই তারকার। ম্যাড ম্যাক্সের অবিশ্বাস্য ইনিংস দেখার পরে সোশাল মিডিয়ায় বিরাট লিখেছেন, ”একমাত্র তোমার পক্ষেই সম্ভব। পাগল করে দেওয়া ইনিংস খেলেছ বন্ধু।” পাশাপাশি, ম্যাক্সওয়েলের ২০১ রানের ইনিংসকে একদিনের ক্রিকেটে সর্বকালের সেরা বলে অভিহিত করেছেন প্যাট কামিন্স।
উল্লেখ্য, ম্যাচের দিন মুম্বইয়ের প্রচণ্ড আর্দ্রতায় পেশিতে খিঁচুনি হয় ম্যাক্সওয়েলের। ভালো করে হাঁটতে পারছিলেন না তিনি। দৌড়তেও পারছিলেন। ফুটওয়ার্ক বলেও কিছু ছিল না। দাঁড়িয়ে দাঁড়িয়েই শট খেলছিলেন ম্যাক্সওয়েল। অভাবনীয় সেই ইনিংস দেখার পরে প্রশংসার বন্যা ধেয়ে আসে ম্যাক্সওয়েলের দিকে। অজি তারকাকে যাঁরা প্রশংসা করেছেন, তাঁদের ধন্যবাদ জানিয়েছেন আফগানিস্তান-অস্ট্রেলিয়া ম্যাচের নায়ক। ”যে ভালোবাসা পেয়েছি, তাতে আমি অভিভূত। যাঁরা আমাকে ভালোবাসা জানিয়েছেন, তাঁদের প্রত্যেককে ধন্যবাদ জানাই”, সমাজমাধ্যমে লিখেছেন ম্যাক্সওয়েল।