বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের আগে পর্যটন ক্ষেত্র নিয়ে বড় সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা। বুধবার নবান্নে রাজ্য মন্ত্রিসভা বৈঠকে বসে। সেখানেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে পর্যটনকে শিল্পের মর্যাদা দেওয়ার সিদ্ধান্তে সিলমোহর দেয় মন্ত্রিসভা।
নবান্ন সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই সিদ্ধান্তের ফলে অনেক বড় বড় সংস্থা রাজ্যের পর্যটন ক্ষেত্রে বিনিয়োগের জন্য এগিয়ে আসবে। ফলে প্রচুর কর্মসংস্থানও হবে। সরকার পর্যটনকে শিল্পের মর্যাদা দেওয়ার ফলে রাজ্যে শিল্প তৈরি করতে গেলে যে সুযোগ-সুবিধা পাওয়া যায়, পর্যটনশিল্পে বিনিয়োগ করলেও সেই সমস্ত সুবিধা মিলবে শিল্পপতিদের। তাই বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের আগে মন্ত্রিসভার এই সিদ্ধান্তকে অত্যন্ত কার্যকরী পদক্ষেপ বলে মনে করছে রাজ্যের বণিক মহল।
পশ্চিমবঙ্গে শিল্প তৈরির ক্ষেত্রে জমি থেকে শুরু করে বিদ্যুৎ সংযোগের ক্ষেত্রে ছাড় পান শিল্পপতিরা। নবান্নের আধিকারিকদের একাংশের মতে, রাজ্য সরকার পর্যটনকে শিল্প হিসেবে তুলে ধরার ফলে পর্যটন ক্ষেত্রেও বিনিয়োগের জন্য সেই সুযোগ সুবিধা দেওয়া হবে। পর্যটন দফতর সূত্রে খবর, রাজ্যের যে সমস্ত পর্যটন কেন্দ্রের প্রবল সম্ভাবনা রয়েছে, তাদের কথা বাণিজ্য সম্মেলনে আগত শিল্প মহলের কাছে তুলে ধরা হবে।