মঙ্গলবার বিহার বিধানসভায় জাত গণনার রিপোর্ট নিয়ে বিতর্কে জনসংখ্যা নিয়ন্ত্রণের প্রসঙ্গ তোলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। সে-সময়ই তিনি বলেন, জনসংখ্যা নিয়ন্ত্রণে মহিলাদের মধ্যে শিক্ষার হার আরও বাড়াতে হবে। অনাকাঙ্খিত সন্তান যাতে না আসে, সেজন্য শিক্ষিত মহিলাদের স্বামীকে বলা উচিত, যৌন মিলনের সময় তারা যেন বীর্য বাইরে ফেলেন। নীতীশের এই বক্তব্যকে হাতিয়ার করে ইতিমধ্যেই আসরে নেমে পড়েছে বিজেপি। তবে নীতীশকে পাল্টা আক্রমণ করতে গিয়ে এবার শালীনতার মাত্রা ছাড়ালো তারা।
বিজেপির তারকা সাংসদ মনোজ তিওয়ারির বক্তব্য, নীতীশ কুমার প্রতি রাতে নোংরা ভিডিও দেখে তারপর ঘুমোতে যান। প্রসঙ্গত, দিল্লির সাংসদ মনোজ এর আগে দিল্লি বিজেপির সভাপতিও ছিলেন দু’দফায়। তবে তিনি বিহারের ভূমিপুত্র শুধু নন, ভোজপুরী সিনেমার জনপ্রিয় অভিনেতাও। নীতীশকে নিশানা করতে গিয়ে মনোজ বলেছেন, মুখ্যমন্ত্রীর বিধানসভায় অশালীন কথা বলার কারণ তাঁর মাথায় নোংরা ছবি ঘোরাফেরা করে। তিনি প্রতি রাতে নোংরা ছবি দেখে ঘুমোতে যান। তাই তাঁর মুখ থেকে অমন নোংরা কথা বেরিয়েছে।