বাংলার চাকরিপ্রার্থীদের জন্য ফের সুখবর আনল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এবার একাধিক পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ। জানা গিয়েছে, নিয়োগ হবে চুক্তির ভিত্তিতে। চাকরি প্রার্থীরা অনলাইন অথবা অফলাইন দু’ভাবেই আবেদন করতে পারবেন। বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজ্য পুলিশের সিনিয়র লিগ্যাল কনসালট্যান্ট এবং জুনিয়র লিগ্যাল কনসালট্যান্ট পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। মোট শূন্যপদ ২টি। এক্ষেত্রে আবেদনকারীদের জন্য কোনও বয়ঃসীমার উল্লেখ নেই বিজ্ঞপ্তিতে। পদগুলিতে প্রার্থীদের প্রথমে এক বছরের জন্য নিয়োগ করা হবে। এর পর কাজের ভিত্তিতে এই মেয়াদ বাড়ানো হতে পারে।
প্রসঙ্গত, সিনিয়র লিগ্যাল কনসালট্যান্ট এবং জুনিয়র লিগ্যাল কনসালট্যান্ট পদে নিযুক্তদের পারিশ্রমিকের পরিমাণ হবে যথাক্রমে ৪০,০০০ টাকা এবং ৩০,০০০ টাকা প্রতি মাসে। বিজ্ঞপ্তিতে সাফ বলে দেওয়া হয়েছে, আবেদনকারীদের কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আইন স্নাতক হতে হবে। এ ছাড়া, সিনিয়র লিগ্যাল কনসালট্যান্ট এবং জুনিয়র লিগ্যাল কনসালট্যান্ট পদে ফৌজদারি মামলা বা পরিষেবা সংক্রান্ত মামলা সামলানোর যথাক্রমে ১০ বছর এবং পাঁচ বছরের অভিজ্ঞতা থাকা জরুরি। আবেদনের শেষ তারিখ ২০শে নভেম্বর। আরও বিস্তারিত জানতে রাজ্য পুলিশের নির্দিষ্ট ওয়েবসাইটে (https://wbpolice.gov.in/wbp/common/WBP_RecruitmentNew.aspx) যেতে হবে প্রার্থীদের।