এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রশ্নবাণে বিঁধলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আর্থিক উপদেষ্টা তথা রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্র। উল্লেখ্য, গত কয়েকবছর যাবৎ দেশজুড়ে মোদীর একটি স্লোগান খুব জনপ্রিয় হয়েছে, ‘সবকা সাথ, সবকা বিকাশ’। এই নিয়েই অমিত প্রশ্ন তুললেন, “উন্নয়ন মানে সবার বিকাশ, সবার উন্নতি। আমাদের দেশে এটা হচ্ছে তো?”
এদিন তিনি নিজেরে এক্স হ্যান্ডেলে লিখেছেন, “আপনারা ‘সবকা সাথ’, ‘সবকা বিকাশ’ –এর তিক্ত সত্যতা স্মপর্কে জানুন। এরপরই তিনি তথ্য দিয়ে লেখেন, ২০২৩ সালের উৎসবের মাস অক্টোবরে ৪ কোটি ৭০ লক্ষ মানুষ কর্মহীন ছিলেন। যারা প্রধানত যুব সম্প্রদায়ের। এই সংখ্যাটা প্রায় স্পেনের মোট জনসংখ্যার সমান!” তিনি আরও বলেন, যেখানে বাংলাদেশে ছিল ১২.৯ শতাংশ এবং ভুটানে ছিল ১৪.৪ শতাংশ, সেখানে ২০২২ সালে দেশে বেকার যুবকদের সংখ্যা সর্বোচ্চ ছিল, ২৩.২২ শতাংশ।