কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কড়া কটাক্ষে বিঁধলেন তৃণমূলের আইটি সেলের নেতা দেবাংশু ভট্টাচার্য। সমাজমাধ্যমে তিনি লিখেছেন, “কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলায় ৩৫টি আসন জেতার স্বপ্ন দেখছেন। তবে ইতিমধ্যেই বঙ্গ বিজেপির নেতারা ৪২টি বোলেরো গাড়ি বিক্রি করে সেই টাকা পকেটে পুরেছেন। দুর্গা পুজো কমিটির টাকা অন্য জায়গায় পাঠিয়ে দিয়েছেন। দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে প্রতিবাদের মুখে পড়েছেন তারা।” এখানেই থেমে থাকেননি তিনি। “আপনাদের ঘরটা আগে ঠিকঠাক করে গুছিয়ে রাখুন। তারপর বাংলা নিয়ে ভাবতে পারেন, হয়তো?”, বিজেপিকে একহাত নিয়ে বক্তব্য তৃণমূল যুব নেতার।
এদিন একাধিক নেট নাগরিক দেবাংশুর পাশে দাঁড়িয়ে সমর্থন জানিয়েছেন। একজন লিখেছেন, “আগে গোয়ালা সামলা পরে ভাববে বাংলা।” জনৈক নেটিজেন লিখেছেন, “অমিত শাহ একটু অন্যভাবে বিষয়টা ভাবেন। তিনি আসলে বলতে চেয়েছেন তৃণমূল ৩৫-এর বেশি আসন পাবে। অপর একজন লিখেছেন উনি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছিলেন।” বিদ্রূপে মুখর হয়েছেন আরও অনেকে। “বাংলার ক্ষেত্রে বিজেপির সব স্বপ্ন দুঃস্বপ্ন হয়ে যায়”, লিখেছেন এক নেটাগরিক।