সম্প্রতি সংসদে পাশ করা হয়েছে মহিলা সংরক্ষণ বিল। যেখানে ৩৩.৩৩ শতাংশ সংরক্ষণের কথা বলা হয়েছে। বলা হচ্ছে আগামী জনগণনা ও খসড়া তালিকার পর এটা কার্যকরী হবে। তবে ইতিমধ্যেই এর কৃতিত্ব দাবি করতে শুরু করে দিয়েছে বিজেপি তথা মোদী সরকার। তবে এরই মধ্যে ৫ রাজ্যে বিধানসভা নির্বাচনে দেখা যাচ্ছে, সেই বিজেপিই যত মহিলা প্রার্থী দিয়েছে এই ভোটে, তা শতাংশের হিসাবে ১৩ শতাংশেরও কম।
প্রসঙ্গত, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, তেলেঙ্গানা, মিজোরাম এই পাঁচ রাজ্যের ভোটে মোট আসন সংখ্যা ৬৭৯টি। তার মধ্যে বিজেপি ৬৪৩ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে। যেখানে মহিলা প্রার্থীর সংখ্যা মাত্র ৮০ জন। মধ্যপ্রদেশে তারা ২৮ জন মহিলা প্রার্থী দিয়েছে। রাজস্থানে বিজেপির মহিলা প্রার্থীর সংখ্যা ২০ ছত্তিশগড়ে পদ্মের টিকিটে ভোটে লড়ছেন ১৪ জন মহিলা প্রার্থী। আর মিজোরামের ক্ষেত্রে সংখ্যাটি মাত্র ৪।