বুধবার বিশ্বভারতীতে উপাচার্য পদে বিদ্যুৎ চক্রবর্তীর কর্মজীবনের মেয়াদ শেষ হল। উল্লেখ্য, আজ উপাচার্য পদে রদবদলের কথা ঘোষণার আগে থেকেই বিশ্ববিদ্যালয় চত্বরে কার্যত উৎসবের মেজাজ। মিষ্টিমুখ করলেন বিদ্যুৎ-বিরোধী অধ্যাপকরা। ভারপ্রাপ্ত উপাচার্যের পদে এলেন সঞ্জয় মল্লিক। তিনি কলাভবনের অধ্যক্ষ ও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়েরই প্রাক্তনী। তাঁর গবেষণায় গুরুত্ব পেয়েছিল আধুনিক ভারতীয় চিত্রকলা এবং চল্লিশের দশকের বাংলা। এছাড়াও ‘মিনিয়েচার পেন্টিং’ নিয়েও গবেষণা রয়েছে সঞ্জয়ের। একাধিক গবেষণাপত্র এবং বেশ কয়েকটি বইয়ের লেখক তিনি। ১৭ বছরের বেশি সময়ে বিশ্বভারতীতে শিক্ষকতা করছেন সঞ্জয়। তার আগে কিছু দিন জেএনইউতেও পড়িয়েছেন তিনি।
প্রসঙ্গত, উপাচার্য হিসেবে বিদ্যুৎ চক্রবর্তীর কার্যকালে বারবার বিশ্বভারতী নিয়ে নানান বিতর্কের সৃষ্টি হয়। তাঁর একাধিক সিদ্ধান্তকে কেন্দ্র করে কেন্দ্র-রাজ্য সংঘাতের পরিস্থিতির সৃষ্টি হয়৷ বিশ্ববিদ্যালয়ের অন্দরেও বারবার ঘনিয়েছে অশান্তির বাতাবরণ। অতিসম্প্রতি বিজেপির কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরা দাবি করেছিলেন, বিদ্যুৎ চক্রবর্তীর উপাচার্য পদে মেয়াদ বৃদ্ধি হবে না। বিদ্যুৎ চক্রবর্তী উপাচার্য থাকাকালীন একাধিক ইস্যুতে লেগেছে রাজনৈতিক রং। পাশাপাশি, তাঁরই সময়কালে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের সঙ্গে জমি নিয়ে বিস্তর জটিলতার সৃষ্টি হয়েছিল।