ইউনেস্কো শান্তিনিকেতনকে ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষণা করার পর সেই সম্মান প্রাপ্তির ফলকে প্রতিষ্ঠাতা রবীন্দ্রনাথ ঠাকুরের নাম না থাকায় তীব্র বিতর্ক তৈরি হয়েছে। যা নিয়ে ক্রমশই চরমে উঠেছে বিজেপির অন্তর্কলহ। ‘উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী নিজেকে বিজেপি প্রমাণ করার জন্য বারবার রবীন্দ্রনাথকে অপমান করেছেন’ বলে অভিযোগ করেছিলেন বিজেপির কেন্দ্রীয় বিজেপির সম্পাদক অনুপম হাজরা। যা নিয়ে নাম না করে তাঁর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য। এরই মধ্যে এবার অনুপম পৌঁছনোর আগে ভাঙচুর করা হল তাঁর সভার অস্থায়ী মঞ্চ। হল চেয়ার ছোড়াছুড়ি। ঘটনাটি ঘটেছে বীরভূমের খয়রাশোলে।
উল্লেখ্য, দলীয় নেতৃত্বকে নিয়ে অনুপমের একের পর এক মন্তব্যে ইতিমধ্যে বিতর্ক তৈরি হয়েছে। রাজ্য বিজেপি নেতৃত্ব অনুপমের বিরুদ্ধে কেন্দ্রীয় বিজেপির কাছে নালিশ জানাচ্ছেন বলেও খবর। অন্য দিকে, অনুপমও রাজ্য এবং জেলা নেতৃত্বের একাংশের বিরুদ্ধে নানা অভিযোগ করেছেন। এ নিয়ে বুধবার ফেসবুক লাইভ করেন তিনি। সেখানে বেশ কয়েক জন নেতার বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। অনুপম জানান, তিনি বাংলা থেকে বিজেপির কেন্দ্রীয় নেতা। কিন্তু রাজ্য বিজেপির কোনও সভা বা অনুষ্ঠানে তাঁকে ডাকা হয় না। আমন্ত্রণ করা হলে তা এমন সময়ে করা হয়, যাতে তিনি পৌঁছনোর আগেই অনুষ্ঠান শেষ হয়ে যায়। এ নিয়ে চাপানউতরের মধ্যে খয়রাশোলে একটি সভা করার কথা ছিল অনুপমের। কিন্তু সেই সভার আগেই ঘটল ভাঙচুর এবং গন্ডগোলের ঘটনা। এই ঘটনায় বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহার দিকে আঙুল তুলেছেন অনুপম-ঘনিষ্ঠেরা।