এবার রাতের অন্ধকারে বিজেপি শাসিত হরিয়ানায় ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। সেখানে চলন্ত অবস্থায় এক যাত্রীবোঝাই স্লিপার বাসে আগুন ধরে যাওয়ায় ঝলসে মৃত্যু হল দুই যাত্রীর। অগ্নিদগ্ধ হয়েছেন আরও ১২ জন। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে দিল্লি-গুরুগ্রাম এক্সপ্রেসওয়েতে।
পুলিশ সূত্রে খবর, হরিয়ানার গুরুগ্রামের সেক্টর ১২ থেকে উত্তরপ্রদেশের হামিরপুরে যাচ্ছিল স্লিপার বাসটি। তাতে ৩৫-৪০ জন যাত্রী ছিলেন। দীপাবলি উপলক্ষে সকলেই উত্তরপ্রদেশের বাড়িতে ফিরছিলেন। যাত্রীদের মধ্যে শিশু এবং মহিলাও ছিল।
রাত সাড়ে ৮টা নাগাদ ঝাড়সার কাছে উড়ালপুলের উপর আচমকাই বাসটিতে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে সেই আগুন গোটা বাসে ছড়িয়ে পড়ে। আতঙ্কিত যাত্রীদের অনেকেই বাসের জানলা দিয়ে লাফ মারেন। বাসের ভিতরে মহিলা এবং শিশু-সহ বেশ কয়েক জন আটকে পড়েছিলেন।
পুলিশ সূত্রে খবর, দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। কিন্তু তত ক্ষণে ঝলসে মৃত্যু হয়েছিল দুই যাত্রীর। আগুনে ঝলসে গিয়েছেন ১২ জন যাত্রী। তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, আহত যাত্রীদের শরীরের ৩০-৫০ শতাংশ ঝলসে গিয়েছে।