সামনেই কালীপুজো। রাজ্যজুড়ে ইতিমধ্যেই অনুভূত হচ্ছে শীতের আমেজ। ভাইফোঁটা পর্যন্ত সর্বনিম্ন ২০ থেকে ২২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এবং সর্বোচ্চ ৩০ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে তাপমাত্রা। আজ, বুধবার নিম্নচাপ তৈরি হবে আরব সাগরে। ইতিমধ্যেই ঘূর্ণাবর্ত শক্তি বাড়াচ্ছে তামিলনাড়ু সংলগ্ন উপকূলে। পূর্ব-মধ্য আরব সাগরে এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে। যদিও এই নিম্নচাপ থেকে বাংলায় কোনও প্রভাব পড়ার সম্ভাবনা নেই। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর। এখন পূবালী হাওয়ার পরিবর্তে উত্তর-পশ্চিমের হাওয়া বইছে। দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী ২৪ ঘণ্টায় বেশ কিছুটা পারদ নামবে। শীতের আমেজ ফিরছে রাজ্যে। ২ ডিগ্রি তাপমাত্রা নেমে যাবে। বুধবারের মধ্যে ২০-২১ ডিগ্রিতে নামবে কলকাতার তাপমাত্রা। সপ্তাহের মাঝামাঝি থাকবে শীতের আমেজ।
পাশাপাশি, কলকাতায় ২০-২১ ডিগ্রিতে আর পশ্চিমের জেলাগুলিতে ১৭-১৮ ডিগ্রিতে নেমে যাবে তাপমাত্রা। শহরে আজ পরিষ্কার আকাশ থাকবে। কমছে তাপমাত্রা; বাড়ছে শীতের আমেজ। বইছে উত্তর ও উত্তর পশ্চিমের হাওয়া। আজ, বুধবার ও আগামীকাল, বৃহস্পতিবারের মধ্যে বেশ কিছুটা তাপমাত্রা নামবে। সকালে ও সন্ধ্যায় শীতের আমেজ। চলতি সপ্তাহে ২০ ডিগ্রির ঘরে নামবে কলকাতার তাপমাত্রা। কলকাতায় আজ, বুধবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২২.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার থেকে যা ১ ডিগ্রি বেশি। গতকাল, মঙ্গলবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার চেয়ে যা এক ডিগ্রি নীচে। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৪৮ থেকে ৯৭ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা ২১ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে বলে জানিয়েছেন আবহবিদরা।