এবার মৎস্যজীবীদের জন্য নতুন প্রকল্পের সূচনা করল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। ৮০ জন মৎস্যজীবীর হাতে তুলে দেওয়া হল মৎস্যজীবী রেজিস্ট্রেশন কার্ড।এই কার্ড পেয়ে মৎস্যজীবীরা খুবই আনন্দিত। এদিনের এই অনুষ্ঠানে ছিলেন পঞ্চায়েত সমিতির সহসভাপতি অনুপ দাস ও পঞ্চায়েত সমিতির অন্য সদস্যরা। পঞ্চায়েত সমিতির সভাপতি কাকলি দাস মৎস্যজীবীদের হাতে এই কার্ড তুলে দেন। মৎস্যজীবী রেজিস্ট্রেশন কার্ড দেওয়া হচ্ছে রাজ্য সরকারের মৎস্য দফতরের উদ্যোগে ক্ষুদ্র ও প্রান্তিক মৎস্যচাষীদের সরকারি সুবিধা প্রদানের জন্য।
উল্লেখ্য, এই কার্ডের মাধ্যমে বিশেষ গুরুত্ব প্রদান করেছে রাজ্য সরকার। এই কার্ডের রেজিস্ট্রেশন নম্বর খুব গুরুত্বপূর্ণ। মৎস্যজীবীদের এই কার্ড পরিচয়পত্রও। দুর্ঘটনা হলে এই কার্ডের মাধ্যমে এককালীন টাকা পাওয়া যাবে। এছাড়া সরকারি সুবিধাও পাওয়া যাবে। এ প্রসঙ্গে কৃষ্ণগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি কাকলি দাস জানান, এই কার্ডের মাধ্যমে মৎস্যজীবীদের পরিচয়পত্র হল। পাশাপাশি, এই কার্ডের মাধ্যমে সরকারি পরিষেবাগুলিও পাবেন তাঁরা।