পায়ে চোটের কারণে এবার গোটা দুর্গাপুজোই গৃহবন্দী অবস্থায় কেটেছে তাঁর। যার ফলে পুজোর উদ্বোধনও ভার্চুয়ালিই সেরেছিলেন তিনি। তবে দুর্গাপুজোর উদ্বোধন ভার্চুয়ালি সারলেও, কালীপুজোর উদ্বোধনে সশরীরেই থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, বুধবার রাজ্য মন্ত্রিসভার বৈঠক নবান্নে। আর সেই বৈঠক সেরে বিকেল থেকেই কালীপুজো উদ্বোধনে বেরবেন মুখ্যমন্ত্রী, সূত্রের খবর এমনই।
প্রসঙ্গত, আগামী ১২ তারিখ অর্থাৎ রবিবার কালীপুজো। তবে বিখ্যাত পুজোমণ্ডপগুলি আগে থেকেই খুলে দেওয়া হয় দর্শনার্থীদের জন্য। আর মুখ্যমন্ত্রীর হাত ধরেই তার সূচনা হয়ে যাবে বুধবার। মুখ্যমন্ত্রীর পুজো উদ্বোধনের জন্য ইতিমধ্যেই প্রস্তুত মণ্ডপগুলি। বুধবার প্রথমে তিনি যাবেন জানবাজারে। সেখানে এন্টালির তৃণমূল বিধায়ক স্বর্ণকমল সাহার পুজো উদ্বোধন করবেন। এছাড়া এখান থেকে উত্তর কলকাতার গিরিশ পার্কের পুজো ও দিল্লির একটা বিপণির উদ্বোধন করবেন মমতা। এর পর তিনি যাবেন শেক্সপিয়র সরণি থানার উল্টোদিকে। সেখানকার পুজোও তিনি উদ্বোধন করবেন। তার পর যাবেন ভেনাস ক্লাব। সেখান থেকে একাধিক পুজোর ভার্চুয়ালি উদ্বোধন করবেন।