বিহার বিধানসভায় জন্ম নিয়ন্ত্রণ নিয়ে বলতে গিয়ে বিতর্কিত মন্তব্য সেই রাজ্যের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের। নীতীশের সেই বক্তব্যের ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বিহারের বিরোধী দলগুলি নীতীশের বিরুদ্ধে তোপ দেগে তাঁর পদত্যাগের দাবি তুলেছে। এদিকে নীতীশের ডেপুটি তথা আরজেডি নেতা তেজস্বী যাদব মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়ে সাফাই দিয়ে বলেছেন, সেক্স এডুকেশন নিয়ে বোঝাচ্ছিলেন বিহারের মুখ্যমন্ত্রী।
ঠিক কী বলেছেন নীতীশ কুমার? বিহার বিধানসভার ভিডিয়োতেই দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী বলছেন, ‘মেয়েরা যখন শিক্ষিত হবে… আর যখন ছলে আর মেয়ের বিয়ে হবে… যে পুরুষ হয়, সে তো রাতে বউয়ের সঙ্গে করে … তো তাতেই আরও সন্তানের জন্ম হয়ে যায়। আর যদি মেয়েরা পড়াশোনা করে থাকে, তাহলে সে জানবে যে… ঠিক আছে স্বামী করবে… কিন্তু শেষে ভিতরে ঢুকিও না। ওটা বাইরে ফেলে দাও। আপনারাই বুঝে নিন…’ এদিকে তাঁর এই মন্তব্যের ভিডিয়ো ভাইরাল হয়েছে ইতিমধ্যেই। যা নিয়ে তোলপাড় হচ্ছে বিহারের রাজনীতি।
এই ঘটনা প্রসঙ্গে বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব বলেন, ‘মুখ্যমন্ত্রীর মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে। তাঁর বক্তব্য ছিল যৌন শিক্ষার বিষয়ে। এটা নিয়ে মানুষ কথা বলতে লজ্জাবোধ করে এবং দ্বিধাগ্রস্ত হয়। বিদ্যালয়ে জীববিদ্যা পড়ানো হয়। তিনি শুধু বলতে চেয়েছিলেন যে কীভাবে জনসংখ্যা নিয়ন্ত্রণ করা যায়।’