বিজেপির অন্তর্দ্বন্দ্ব ও তরজা আরও তুঙ্গে। বঙ্গ বিজেপিতে রাজ্য শিবির বনাম কেন্দ্রীয় শিবিরের দ্বন্দ্ব আরও স্পষ্ট । অভিযোগ ও পালটা অভিযোগে রীতি মতো উঠে আসছে পদ্মের গভীরের পাঁক। লোকসভার আগেই টালমাটাল বিজেপির সংগঠন। রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে ফেসবুকে লাইভ করে বিস্ফোরক অভিযোগ বিজেপির কেন্দ্রীয় নেতা অনুপম হাজরার। বিজেপির একাংশের বিরুদ্ধেই অনুষ্ঠান করতে না দেওয়ার অভিযোগ অনুপমের। একইসঙ্গে দলের কয়েকজন নেতার থেকেই প্রাণনাশের আশঙ্কা করছেন বলে জানালেন দলের সর্বভারতীয় সম্পাদক অনুপম হাজরা।
বাংলায় সংগঠনের মনোমালিন্য এখন রীতিমতো কুরুক্ষেত্র যুদ্ধে পরিণত। সংবাদ মাধ্যমের সামনেই প্রকাশ্যে একে অপরের বিরুদ্ধে তাল ঠুকছে বঙ্গ বিজেপির বিভিন্ন শিবির। বিজেপির রাজ্য সম্পাদক শমীক ভট্টাচার্যের তোপের পর এদিন ফেসবুক পোস্টে আরও বিস্ফোরক অনুপম হাজরা দলের সর্বভারতীয় সম্পাদকের অভিযোগ, কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে দলের কোণঠাসা কর্মীদের উজ্জীবিত করা থেকে যে কোনও কাজ করার ক্ষেত্রেই বাধা পাচ্ছেন তিনি। আর এই বাধা দেওয়ার কাজ রাজ্যে শীর্ষ নেতৃত্বের কয়েকজনের অঙ্গুলি হেলনেই হচ্ছে বলে অভিযোগ নেতার।
প্রথমত তাঁর নিশানায় রাজ্য সম্পাদক শমীক ভট্টাচার্য এবং বীরভূমে বিজেপির সাংগঠনিক সভাপতি ধ্রুব সাহা। সভা করতে না দেওয়া থেকে এবার তাঁকে খুন করা হতে পারে বলেও ফেসবুক লাইভে আশঙ্কা প্রকাশ করেন তিনি। এবিষয়ে সরাসরি ধ্রুব সাহার নাম নেন বিজেপির কেন্দ্রীয় নেতা। তাঁকে অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠের একান্ত ঘনিষ্ঠ বলেও লাইভে দাবি করেন তিনি।